অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই দেশে প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিবিপ্লব ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহীতে দলের সদস্য সম্মেলনে তিনি বলেন, ‘এখনো দুই মাস হয়নি, একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু শুরু থেকেই এই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটা পাল্টা প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, ছাত্র-জনতার সেই বিপ্লবের প্রতিবিপ্লবকে ব্যর্থ করে দিয়েছে।’
রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘তারা জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিল। দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল ডিভিশনের জাস্টিসরা (বিচারপতিরা) ষড়যন্ত্র করে প্রথমে তাঁরা একটা ফুলকোর্ট মিটিং করে ষড়যন্ত্র করছিল যে তাঁরা এই অন্তর্বর্তী সরকারকে বাতিল করবেন। এই খবর জানার পর আমাদের দামাল ছাত্রসমাজ হাইকোর্ট ঘেরাও করেছে এবং বিচারপতিদের পদত্যাগ দাবি করে। তখন প্রধান বিচারপতিসহ আওয়ামী লীগের প্রেতাত্মারা পদত্যাগ করতে বাধ্য হয়। আমাদের ছাত্রসমাজ জুডিশিয়াল ক্যু থেকে বাংলাদেশকে রক্ষা করতে সফলতার পরিচয় দিয়েছে।’
				
				
    
  
  মোঃ ওবায়দুল হক
 মোঃ ওবায়দুল হক 
                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                      
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                